চিফ প্রসিকিউটর
যারা দেশকে শয়তানের রাজ্যে পরিণত করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে
‘এ ধরনের অপরাধ যাতে বাংলাদেশে আর কখনো না হয় এজন্য বাংলাদেশে অবশ্যই এসব অপরাধীদের বিচার হতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।’

রংপুর ব্যুরো
যারা দেশকে শয়তানের রাজ্যে পরিণত করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে মন্তব্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘এই বাংলাদেশকে আমরা অন্ধকার থেকে ফেরত পেয়েছি। আমরা আর অন্ধকার পৈশাচিকতার মধ্যে বাংলাদেশকে ফেরত যেতে দেবো না। দেশে যারা অপকর্ম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ কর্মশালায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেছেন, ‘এ ধরনের অপরাধ যাতে বাংলাদেশে আর কখনো না হয় এজন্য বাংলাদেশে অবশ্যই এসব অপরাধীদের বিচার হতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।’
তাজুল ইসলাম আরো বলেন, ‘কারণ একটা সভ্য সমাজের মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায়বিচার নিশ্চিত করা। যে রাষ্ট্রে বিচারব্যবস্থা ঠিক আছে। সেই রাষ্ট্রে সব কিছু ঠিক আছে। এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার এহসানুল হক সমাজী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মাহাবুবুর রহমান। এছাড়া র্কর্মশালায় আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।