আইন উপদেষ্টা আসিফ নজরুল

৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে

সর্বোচ্চ দ্রুততার সাথে এই মামলার বিচার হবে।

নয়া দিগন্ত অনলাইন
আসিফ নজরুল
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল | ইন্টারনেট

মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, সর্বোচ্চ দ্রুততার সাথে এই মামলার বিচার হবে।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বিশেষ ব্যবস্থায় আজই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। লাশ হেলিকপ্টারে করে আজই মাগুরা নিয়ে যাওয়া হবে।