ফাইভ জি স্পিডে তারাবিহ পড়া থেকে বেড়িয়ে আসতে হবে : ড. মিজানুর রহমান আজহারী
রোববার (৯ মার্চ) কুয়ালালামপুর চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে এ কথা বলেন তিনি।
আশরাফুল মামুন মালয়েশিয়া
বাংলাদেশে ফাইভ জি স্পিডে কোরআন তেলাওয়াত করে তারারির নামাজ আদায় করা হচ্ছে। এতে করে সঠিকভাবে তেলাওয়াত করা হয় না। ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে। এ থেকে বেড়িয়ে আসতে হবে।
গতকাল রোববার (৯ মার্চ) কুয়ালালামপুর চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে এ কথা বলেন ড. মিজানুর রহমান আজহারী।
ড. আজহারী আরো বলেন, পবিত্র কোরআনে অন্যতম সুরা হচ্ছে আত ত্বীন। মহান আল্লাহ পাক এই সুরায় দু’টি ফল ও দূটি পবিত্র স্থানের কসম করে যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদেরসহ ওই দুটি স্থানের (শাম নগরী) বরকতের কথা বর্ননা করেছেন। আত্ব ত্বীন এর চারটি কসমের মধ্যে প্রথমটি হচ্ছে ত্বীন বা ডুমুর জাতীয় মিষ্টি ফল, দ্বিতীয়টি হচ্ছে যয়তুন বা জলপাই ফল, তৃতীয়টি হচ্ছে পবিত্র মক্কা নগরী এবং চতুর্থটি হচ্ছে সিনাই পর্বতের পবিত্র স্থানের নামে কসম।
ড. আজহারী সুরা ত্বীনের বিবরণ দিয়ে যয়তুন বা জলপাই এর তেলের বিভিন্ন ঔষধি গুনের কথা বর্ণনা করেন। তিনি বলেন, এ সুরায় শাম নগরী বা সিরিয়া থেকে ফিলিস্তিনের পবিত্র ভূমি আল আকসা পর্যন্ত স্থানের বরকতের কথা বলেছেন আল্লাহ পাক, যেখানে ঈসা (আ:)সহ তিনজন নবীর পবিত্র জন্মস্থান।
ইফতার মাহফিলে বিশেষ আলোচক ছিলেন, কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর মোশতাক ফয়েজী। সঞ্চালনা করেন জুবায়ের রহমান। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ নাসিম, ইসমাইল হেসেন, মুকুল হোসেন, দাতু ইয়াছিন, মোহাম্মদ আনোয়ার।
বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া থেকে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রমজান, মোহাম্মদ রাজু, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সফিক, মোহাম্মদ মজিদ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ রেজওয়ান, খান তরিকুল প্রমূখ।
শেষ বিশ্ব মুসলিম উম্মাহ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।