ঢাবি শিবিরের জুলাইলিপি প্রতিযোগিতার ফল প্রকাশ
চূড়ান্ত ফলাফলে প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান উদ্দীন। দ্বিতীয় হয়েছেন জিয়াউল হক জিয়া। তৃতীয় মাহমুদুল হাসান হাশেমী।

ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত 'জুলাইলিপি প্রতিযোগিতা ২০২৪'-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।
প্রতিযোগিতাটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্থায়ী করতে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রচনা বিচারকমণ্ডলীর মাধ্যমে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হয়। লেখার মান, সৃজনশীলতা ও চিন্তার গভীরতা পর্যালোচনা করে বিচারকগণ ৫০ জন প্রতিযোগীকে চূড়ান্ত বিজয়ী হিসেবে মনোনীত করেন।
মঙ্গলবার (৪ মার্চ) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য দেয়া হয়।
চূড়ান্ত ফলাফলে প্রথম স্থানের অধিকারী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান উদ্দীন। দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন জিয়াউল হক জিয়া। তৃতীয় হয়েছেন মাহমুদুল হাসান হাশেমী। বিজয়ীদের জন্য থাকছে পূর্বঘোষিত প্রাইজমানি ও বই ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, জুলাই আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সঠিক ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। জুলাই যোদ্ধাদের হাতে লেখা অভিজ্ঞতাগুলো এই ইতিহাসকে সমৃদ্ধ করবে। ইতিহাসের বিকৃতিকরণ রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ বিষয়ে ঢাবি শিবিরের সাহিত্য সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, শিগগিরই বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ও স্থান যথাসময়ে জানানো হবে।
তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধরনের বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।