জাবিতে কোরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা ২৮ রমজান

পঞ্চম কোরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা-২০২৫ প্রতিযোগিতাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অংশগ্রহণকারীদের আগামী ২৫ রমজানের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এবারের প্রতিযোগিতার সিলেবাস হিসেবে সুরা ইউসুফ ও সুরা কাহফ এ সুরা দু’টিকে নির্ধারণ করা হয়েছে।

ju
ছবি : নয়া দিগন্ত

জাবি প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে আগামী ২৮ রমজান আয়োজিত হবে পঞ্চম কোরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা-২০২৫।

রোববার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি মুহিব্বুল্লাহ মুহিব।

বিবৃতিতে বলা হয়, পঞ্চম কোরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা-২০২৫ প্রতিযোগিতাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অংশগ্রহণকারীদের আগামী ২৫ রমজানের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এবারের প্রতিযোগিতার সিলেবাস হিসেবে সুরা ইউসুফ ও সুরা কাহফ এ সুরা দু’টিকে নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতার নিয়মাবলি উল্লেখ করে এতে বলা হয়, প্রতিযোগিতাটি দু’টি ধাপে অনুষ্ঠিত হবে। আয়োজনের মূল পর্ব প্রথম ধাপ আগামী ২৯ মার্চ (২৮ রমজান) সকাল ১০টায় অনলাইনে গুগল ফর্মে বহুনির্বাচনি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। এ ধাপে ৩০ মিনিট সময় দেয়া হয়েছে।

ঈদুল ফিতরের পরে দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। এতে ২০টি বহুনির্বাচনি ও ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তরের জন্য একজন প্রতিযোগী ১ নম্বর ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ২ নম্বর পাবেন। পরে পুরস্কার বিতরণীর মাধ্যমে আয়োজনের আয়োজন সম্পন্ন হবে। এ আয়োজনে প্রথম ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।

এছাড়া অংশগ্রহণকারী সকলের জন্য শুভেচ্ছা উপহারের ব্যবস্থা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে প্রথমস্থান অধিকারী পাবেন আট হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে ছয় হাজার ও চার হাজার টাকা।

এছাড়া চতুর্থ, পঞ্চম পুরস্কার দু’হাজার টাকা সমমূল্যের বই এবং ষষ্ঠ থেকে দশম পুরস্কার এক হাজার টাকা সমমূল্যের বই দেয়া হবে। ১১তম থেকে ২০তম স্থান অধিকারীদের পাঁচশত এবং ২১তম থেকে ৫০ তম পুরস্কার তিনশত টাকা সমমূল্যের বই প্রদান করা হবে।

জাবি কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি মুহিব্বুল্লাহ মুহিব বলেন, ‘রমজান আত্মশুদ্ধি, সহানুভূতি ও নৈতিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরআনের নির্দেশনা অনুসরণ আমাদের জীবনে আলোকিত পথের দিশা দেয়। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা কোরআনের মহিমান্বিত বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, যা অন্তরের পরিশুদ্ধি ও মেধার বিকাশে সহায়ক হবে। কোরআনের সঠিক উপলব্ধি সমাজে ন্যায়, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সহায়তা করবে।’