ঢাবি ক্যাম্পাস সাংবাদিকদের সাথে ছাত্রশিবিরের ইফতার
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ ক্যাম্পাসের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যসহ ক্যাম্পাস সাংবাদিকদের সাথে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ই মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ ক্যাম্পাসের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছাত্রশিবিরের উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস. এম. ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলগণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবির এই ইফতার আয়োজন করেছে। এজন্য তাদেরকে ধন্যবাদ। ছাত্ররাজনীতির ইতিবাচক সংস্কৃতি প্রবর্তনে শিবির তার ভূমিকা রাখবে। ক্যাম্পাস সাংবাদিক হিসেবে আমরা এই প্রত্যাশা করি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তার বক্তব্যে বলেন, শিবির ইতিমধ্যে শিক্ষার্থীবান্ধব কিছু কার্যক্রম পরিলক্ষিত হয়েছে। যেগুলো প্রশংসার দাবীদার। আমরা আশা করি, শিবির তার কার্যক্রম চালিয়ে যাবে।
সমাপনী বক্তব্যে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস. এম. ফরহাদ বলেন, ক্যাম্পাসের যেকোনো বিষয়ে ক্যাম্পাস সাংবাদিকরা অবগত থাকেন। আমাদের যেকোনো ভুল আপনারা তুলে ধরবেন। আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমাদের ব্যাপারে অপপ্রচার ও মিথ্যা প্রপাগান্ডার বিপরীতে সত্য প্রচারে সহযোগিতা করবেন।