শিবির সেক্রেটারি

জুলাই বিপ্লব সফলের অন্যতম কারিগর ক্যাম্পাস সাংবাদিকরা

`প্রত্যেকটা কাজে যদি আমরা আমানতদারীতার চেতনা ধারণ করতে পারি তাহলে সাংবাদিকতা, ব্যবসাসহ প্রতিটি কাজই আমাদের জন্য ইবাদত হিসেবে গণ্য হবে।’

ju shibir

জবি সংবাদদাতা

জুলাই বিপ্লব সফলের অন্যতম কারিগর ক্যাম্পাস সাংবাদিকরা মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো: নুরুল ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবে যখন সবাই সংবাদ করা বন্ধ করে দিয়েছিল, ঠিক সে সময়েও ক্যাম্পাস সাংবাদিকরা সাহস নিয়ে সংবাদ করেছে। তারা স্বাধীনভাবে দেশের পক্ষে কাজ করে গেছেন।’

বৃহস্পতিবার (৬ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শিবির সেক্রেটারি বলেন, ‘ব্যক্তি স্বার্থ নয় বরং কমিউনিটির স্বার্থে আমরা সবাই কাজ করব। এমন সংবাদ না করি যার ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এর ফলে সহিংসতায় কারো জীবনও চলে যেতে পারে। এ ধরণের ঘটনার দায়দায়িত্ব আমরা কখনো এড়াতে পারি না। দুনিয়াতে এড়িয়ে গেলেও আল্লাহর কাছে অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা কাজে যদি আমরা আমানতদারীতার চেতনা ধারণ করতে পারি তাহলে সাংবাদিকতা, ব্যবসাসহ প্রতিটি কাজই আমাদের জন্য ইবাদত হিসেবে গণ্য হবে।’

দেশের মিডিয়া অঙ্গনের সমালোচনা করে তিনি নেতা বলেন, ‘আমাদের দেশে মিডিয়াগুলো একটা এস্টাবলিশমেন্টকে সার্ব করার জন্য প্রতিষ্ঠা করা হয়। নিজের অপকর্ম ঢেকে রাখতে মিডিয়া তৈরি করে। সে চিন্তা করে, তার নামে একটা প্রতিবেদন করলে সেটা কাউন্টার দেয়ার জন্য তারও একটা মিডিয়া দরকার। এখান থেকেই হলুদ সাংবাদিকতার উৎপত্তি হয়। যখন কোনো সংবাদ দেয়া যাবে কি যাবে না তা কোনো গোষ্ঠীর স্বার্থের ওপর নির্ভর করে। তখন এটি সাংবাদিকতা থাকে না।’

তিনি আরো বলেন, ‘অনেক সাংবাদিক দেখেছি বাড়ি-গাড়ি করেছে। একটা ক্রাইম রিপোর্ট করে সিন্ডিকেট করে অনেক টাকা আয় করা যায়। আবার অনেক সাংবাদিক খুব কষ্টে দিনাতিপাত করে। দিনশেষে চলার মতো অর্থও তার থাকে না। তাই আমরা চাই সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রের আলাদা একটা বরাদ্দ বা পলিসি থাকুক। যেন তারা নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।‘

জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো: আসাদুল ইসলামের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম আরিফ, সাহিত্য-প্রকাশনা ও আইন সম্পাদক সোহাগ আহমেদ, শিক্ষা ও এইচআরএম সম্পাদক শাওন সরদার ও অর্থ সম্পাদক মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন, জবি প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আস সাইফ এবং জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায়। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে শিবির সেক্রেটারি সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন।