ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাবির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
এ বছর ভর্তি পরীক্ষায় এক লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ১১ হাজার ৩১০ জন, যা মোট পরীক্ষার্থীর ৯.৮৫ শতাংশ। এই ইউনিটে মোট আসন সংখ্যা দু’ হাজার ৯৩৪টি।
ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল জানা যাবে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকে DU ALS <Roll No> লিখে ১৬৩২১ নম্বরে SMS পাঠিয়েও ফলাফল জানা যাবে।