শিক্ষাঙ্গন
খুবির ২ শিক্ষার্থীকে ঈদের আগে মুক্তির দাবি
`২০২০ সালের ৮ জানুয়ারি থেকে নিখোঁজ হয় অনিক ও রাফি। অনিক ওই দিন সকালে রুমে ঘুমিয়ে ছিল। হলের অফিস ক্লার্ক এনামুলকে দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে তাকে গল্লামারী ঘোষ ডেয়ারির সামনে নিয়ে পুলিশের কাছে তুলে দেয়। আর রাফিকে গ্রেফতার করে তার ভাড়া বাসা থেকে, যেখানে তিনি স্ত্রীসহ বসবাস করতেন। তাদের ১৭ দিন গুম করে রেখে ২৫ জানুয়ারি আদালতে তোলে পুলিশ।'
কুবি সাংবাদিকতা বিভাগের সাবেক প্রধানের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত
‘বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে আগামীকালের পরীক্ষা স্থগিত করেছি। এ বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়া হবে।’
কুয়েটে রাজনীতির সাথে জড়িত থাকলে ছাত্রত্ব বাতিল
খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কোনো শিক্ষার্থী রাজনীতির সাথে জড়িত তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।
৯৭ শতাংশ পাঠ্যপুস্তক বিতরণ সম্পন্ন
উপ-প্রেস সচিব বলেন, এই বছর পাঠ্যপুস্তক বিতরণ কিছুটা বিলম্বিত হয়েছে। বিভিন্ন পর্যায়ে ৩৯ কোটি ৬০ লাখ পাঠ্যবই বিতরণ করার কথা ছিল। এর মধ্যে ৩৮ কোটি ২৯ লাখ ৬১ হাজার কপি ছাপানো হয়েছে। ছাপানো বই মোট বইয়ের ৯৭ দশমিক ২ শতাংশ। এসব বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এখনো এক কোটি পাঁচ হাজার বই ছাপানো সম্ভব হয়নি।
প্রাথমিকে শূন্য পদে নতুন নিয়োগ ও পদোন্নতি দেয়া হবে
দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা নির্বিঘ্ন করতে শূন্য পদগুলোতে নতুন নিয়োগ ও পদোন্নতি দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ ৩ বিশ্ববিদ্যালয়ে, ঢাবিতে আল্টিমেটাম
শিক্ষার্থীরা রাত সাড়ে ১২টার পর রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে ধর্ষক নিপীড়কদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা এ সময় তাদের বক্তব্যে বিচারহীনতার সংস্কৃতির অবসান ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবির জানান। পরে রাত প্রায় ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা কর্মসূচি ঘোষণা করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে, তা না হলে...
হাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণইফতার
‘এই গণইফতার সামাজিক ও ধর্মীয় একতা প্রকাশের অন্যতম মাধ্যম। গণইফতার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করবে।’