জাতিসঙ্ঘ মহাসচিবের বাংলাদেশ সফর
রোহিঙ্গা সঙ্কট সমাধানে গতি পাবে : প্রেস উইং
শুক্রবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফরে রোহিঙ্গা সঙ্কট সমাধানের বিষয়টি গতি পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১২ মার্চ) বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শফিকুল আলম এ সময় বলেন, রোহিঙ্গা সঙ্কটের বিষয়টিকে বিশ্ব মানচিত্রে অগ্রাধিকারের জায়গায় নিয়ে আসতে চান প্রধান উপদেষ্টা।
রোহিঙ্গা ইস্যুতে আগামীকাল বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসঙ্ঘের মহাসচিব।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
সফরকালে গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সাথে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন।
বুধবার সংবাদ সম্মেলন এ নিয়ে বিস্তারিত জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মিয়ানমারের যুদ্ধপরিস্থিতিতে বর্তমানে ওই দেশের ক্ষমতায় আছে বিদ্রোহী গোষ্ঠীরা, এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকার কী উদ্যোগ নেবে?
জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কূটনৈতিক প্রক্রিয়ায় রোহিঙ্গারা যাতে ফেরত যেতে পারে সেজন্য সরকার কাজ করছে। আমাদের কূটনীতিক তৎপরতা আছে।’
এই সফরে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার ও আগামী নির্বাচন ইস্যুতে জাতিসঙ্ঘ মহাসচিব ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বলেও জানিয়েছে প্রেস উইং।
সূত্র : বিবিসি