পররাষ্ট্র উপদেষ্টাকে নেপাল সফরের আমন্ত্রণ

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবা ১৬ থেকে ১৮ মে কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘সাগরমাথা সম্বাদ’ সংলাপে যোগদানের জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনকে নেপাল সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
Untitled-1
পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন | সংগৃহীত

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবা ১৬ থেকে ১৮ মে কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘সাগরমাথা সম্বাদ’ সংলাপে যোগদানের জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনকে নেপাল সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে সাক্ষাৎ করে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

এ সময় তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সংযোগ, জলবায়ু পরিবর্তন ও পর্যটন বিষয়ে আলোচন করেন।

এ ছাড়া তারা সার্ক, বিমসটেক এবং বিবিআইএনসহ আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক জোট থেকে পারস্পরিক সুবিধা পাওয়ার বিষয়েও আলোচনা হয়।

‘সাগরমাথা সম্বাদ’ হচ্ছে নেপাল সরকার কর্তৃক বহুপক্ষীয় একটি বৈশ্বিক সংলাপ ফোরাম। নেপালে প্রথমবারের মতো এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : বাসস