গত ১০ বছরে ৩০৫ বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ : এইচআরএসএস
গত ১০ বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের হাতে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশী নিহত এবং আরো ২৮২ জন আহত হয়েছেন।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর তথ্য অনুযায়ী, গত ১০ বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের হাতে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশী নিহত এবং আরো ২৮২ জন আহত হয়েছেন।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংস্থাটি সীমান্তে সাম্প্রতিক বাংলাদেশী হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এইচআরএসএসের পরিসংখ্যান অনুসারে, মিডিয়া রিপোর্ট ও তাদের নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে গত বছর বিএসএফ কর্তৃক ২৬ জন বাংলাদেশী নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন।
২০২৪ সালে বিএসএফ কর্তৃক ৪৭ জন বাংলাদেশী গুলিবিদ্ধ এবং ১৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই বছরের ৮ মার্চ পর্যন্ত ১৫টি ঘটনায় বিএসএফ কর্তৃক চারজন বাংলাদেশী নিহত, ১০ জন আহত, পাঁচজন গুলিবিদ্ধ এবং ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এইচআরএসএসের মতে, ২০১৫ সাল থেকে এক বছরে বিএসএফ কর্তৃক নিহত বাংলাদেশীদের সর্বোচ্চ সংখ্যা ছিল ২০২০ সালে ৫১ জন এবং ২০১৮ সালে এই সংখ্যা ছিল সর্বনিম্ন ১৫ জন।
এইচআরএসএস বলেছে যে ঘটনাগুলো একটি ভঙ্গুর সীমান্ত নিরাপত্তার ইঙ্গিত দেয়। ভারতের বারবার প্রতিশ্রুতি এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও এই ধরনের ঘটনা বছরের পর বছর ধরে ঘটছে।
মানবাধিকার গোষ্ঠীটি বলেছে, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর মধ্যে একটি। এগুলো দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি করে।
সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার জন্য বহু দ্বিপক্ষীয় বৈঠক সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে থাকে।
এইচআরএসএস উভয় দেশের কর্তৃপক্ষকে গঠনমূলক সংলাপ করতে এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এটি বাংলাদেশ এবং ভারতকে সমস্ত সীমান্ত হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বলেছে।