বনানীতে নারীশ্রমিককে চাপা দেয়া ট্রাকের চালক গ্রেফতার

ঘাতক ট্রাকড্রাইভার মো: টিটন ইসলামকে গ্রেফতার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট।

নয়া দিগন্ত অনলাইন
truck-driver-banani
মো: টিটন ইসলাম | সংগৃহীত

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটির চালককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার নাম মো: টিটন ইসলাম।

সোমবার (১০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাকড্রাইভার মো: টিটন ইসলামকে গ্রেফতার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট।

এর আগে সোমবার সকাল পৌনে ৭টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি ট্রাকের চাপায় মিনা আক্তার নামের এক নারী পোশাকশ্রমিক নিহত হন। এর প্রতিবাদে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। তারা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে মহাখালীর আমতলী পর্যন্ত সড়কে অবস্থান নেন। এতে দুই পাশের সড়কে শত শত গাড়ি আটকে পড়ে। প্রায় সাত ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছাড়লে যানবাহন চলাচল শুরু হয়।