মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি

‘শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ভর্তি হওয়ার পর আজ সকালে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
324138_150
প্রতীকী ছবি

মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। আগামী দুয়েকদিনের মধ্যে শিশুটির অবস্থার আরো উন্নতি হবে বলে আশাবাদী চিকিৎসকরা।

সোমবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, ‘শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ভর্তি হওয়ার পর আজ সকালে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে।’

‘তবে শ্বাসরোগের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল। মস্তিষ্কে জমে যাওয়া পানি এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাস জমে ছিল সেটা দূর করা হয়েছে,’ জানান তিনি।

শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতোলে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, সোমবার মধ্যরাতে মাগুরার আদালতে আসামিদের রিমান্ড শুনানি হয়। অভিযুক্ত হিটু শেখের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরো তিন আসামিকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান জানান, আসামিদের কোনো আইনি সহায়তা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সমিতি। ধর্ষকদের পক্ষে আইনজীবী সমিতির কোনো সদস্য আদালতে দাঁড়াবেন না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র : বিবিসি