সামাজিক শক্তিকে জড়ো করার শক্তি রাখে প্রেসক্লাব : সাবেক এমপি স্বপন
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদ কোনো ব্যক্তির নাম না, ফ্যাসিবাদ একটি মানসিক রোগের নাম। সেই রোগে পতিত সরকার আক্রান্ত হয়ে পলাতক হলেও সেই রোগে কিন্তু যে কেউ আক্রান্ত হতে পারে। সকলের মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যেবোধ না থাকলে কিন্তু সবাই মিলে এক সাথে পথ চলা যায় না।’

‘রাজনৈতিক দল বিশাল জনসভা করতে পারে, কিন্তু সামাজিক শক্তিকে এক জায়গায় জড়ো করার শক্তি রাখে প্রেসক্লাব। প্রাতিষ্ঠানিক চরিত্র না থাকলে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন শক্তিশালী হয় না।’ বরিশালের গৌরনদী উপজেলার চারটি সাংবাদিক সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করে গৌরনদী প্রেসক্লাবের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ায় গৌরনদীর সকল সাংবাদিকদের উদ্দেশে এমনটাই বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রেসক্লাবের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৭ মার্চ) গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদ কোনো ব্যক্তির নাম না, ফ্যাসিবাদ একটি মানসিক রোগের নাম। সেই রোগে পতিত সরকার আক্রান্ত হয়ে পলাতক হলেও সেই রোগে কিন্তু যে কেউ আক্রান্ত হতে পারে। সকলের মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যেবোধ না থাকলে কিন্তু সবাই মিলে এক সাথে পথ চলা যায় না।’
প্রেসক্লাবের আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেন, মডেল থানার ওসি মো: ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো: আমিনুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান।
বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সদস্য খোন্দকার কাওসার হোসেন, প্রেসক্লাবের কো-আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামানসহ অন্যরা।
সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।