রাজবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিঝুম গ্রেফতার

গ্রেফতার হওয়া নিঝুম গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়া এলাকার মো: মামুন মিয়ার ছেলে এবং সাবেক পৌর ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক।

aa-4
ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আলামিন মিয়া নিঝুমকে (২০) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে গোয়ালন্দ পৌরসভার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া নিঝুম গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়া এলাকার মো: মামুন মিয়ার ছেলে এবং সাবেক পৌর ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক।

এ তথ্য নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে দুপুরে রাজবাড়ীর আদালতের মাাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণসহ নানা ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ওই হামলায় সরাসরি অংশ নেয় আলামিন মিয়া।

গত ১০ ডিসেম্বর উপজেলার দেবগ্রাম এলাকার মো: শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ৩৪ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।