গৌরীপুরে অপহৃত স্কুলছাত্রী শ্রীপুরে উদ্ধার
জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। বিবাহিত জাহিদুল ইসলামের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৪...

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া মোফাফফর আলী ফকির উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণির অপহৃত স্কুলছাত্রীকে গাজীপুরের শ্রীপুরের গারোপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (৬মার্চ ২৫) রাতে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) বিজ্ঞ আদালতে জবানবন্দী ও মেডিক্যাল রির্পোটের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মেয়ে উদ্ধারের জন্য ভিকটিমের মা গৌরীপুর থানায় মঙ্গলবার (৪ মার্চ) মামলা করেন। মামলা ও ভিকটিমসূত্র জানায়, উপজেলার পৌর শহরে গোলকপুর গ্রামের মো: জাহিদুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। বিবাহিত জাহিদুল ইসলামের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৪ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো: খোরশেদ আলম বলেন, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অবস্থান শনাক্ত করে শ্রীপুর থানা পুলিশের সহায়তায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার। তিনি বলেন, অপহৃত স্কুলছাত্রীর জবানবন্দি নেয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত আছে।