অ্যাডভোকেট জুবায়ের

আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে

‘মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলাম মানবাধিকার, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলে।’

ad jubayer
ছবি : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘পবিত্র মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন নাযিলের মাস। এই মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। ইসলামের সকল বিধান শুধু মুসলমান নয়, গোটা মানবজাতির জন্য কল্যাণকর।’

তিনি বলেন, ‘মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলাম মানবাধিকার, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলে।’

বুধবার (১২ মার্চ) সিলেট জেলা বারের ২ নম্বর হলে অনুষ্ঠিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দীর্ঘ ১৫ বছর জাতির ঘাড়ে একটি দস্যু সরকার চেপে বসেছিল। জাতিসঙ্ঘ প্রতিবেদন দিয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে গণহত্যা চালানোর নির্দেশ দেয়া হয়েছে। সেই সংস্থাটিই বলেছে এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে। ফ্যাসিস্ট সরকার জাতিকে তিনটি হাস্যকর নির্বাচন উপহার দিয়েছে, একটা হচ্ছে ভোটারবিহীন, একটা মধ্যরাতের আর আরেকটা ডামি ভোটের। তারা উন্নয়নের নামে লুটপাট করে জাতির সাথে প্রতারণা করেছে।’

তিনি বিলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ দেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে আইনজীবীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জজকোর্ট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি আব্দুল জলিল।

এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম ও অ্যাডভোকেট সেলিম মো: আলী আজগর। মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট আব্দুল গাফফার। ইসলামী সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম।

মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুর রহমান, অ্যাডভোকেট কয়ছর আহমদ, জেলা বারের যুগ্ম সম্পাদক-১ অ্যাডভোকেট ওহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট রব নেওয়াজ রানা, সমাজবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সহ-সমাজবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রাব্বি হাসান তারেক, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সলমান উদ্দিন, সাবেক সমাজবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, সাবেক লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট তানভীর আখতার খান, জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট মাশহুদ আহমদ মহসিন, অ্যাডভোকেট কামরুজ্জামান।

এছাড়া অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট সোলেমান আলী, অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর, অ্যাডভোকেট ফেরদৌস আহমদ, অ্যাডভোকেট কাওসার আহমদ, অ্যাডভোকেট নাজমুল হুদা, অ্যাডভোকেট আবু তালেব মিয়া, অ্যাডভোকেট কাজী আতিকুল ইসলাম, অ্যাডভোকেট রেদওয়ানুল ইসলাম, অ্যাডভোকেট মোমিনুজ্জামান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট তাজ রিহান জামান, অ্যাডভোকেট ফুরাহিম হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, অ্যাডভোকেট কাদির আহমদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট খায়রুল আলম বকুল ও অ্যাডভোকেট সোয়েব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আলিম উদ্দিন বলেন, ‘রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস তাই পবিত্র এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। এই শিক্ষা শুধু রমজান মাস নয়, বছরের প্রতিটি মাসেই ধরে রাখতে হবে। তাহলে ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তি নিশ্চিত হবে।’