জামালগঞ্জে উপজেলা যুবলীগ নেতা গ্রেফতার

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়কের নতুন পাড়া রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

jamalgong
ছবি : নয়া দিগন্ত

জামালগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খায়েরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়কের নতুন পাড়া রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবুল খয়ের জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মরহুম মো: মিজাজ মিয়া তালুকদারের ছেলে বলে জানা গেছে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।’