মহানবীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার
মির্জাপুরে মহানবীকে (সাঃ) নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ায় নবীনুর ইসলাম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে মহানবীকে (সাঃ) নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় নবীনুর ইসলাম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে অভিযুক্তকে আদালতের মাাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার নবীনুর ইসলাম উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের জাহের আলীর ছেলে।
নবীনুরের গ্রেফতার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন
এর আগে সোমবার রাতে উপজেলার মীর দেওহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নবীনুর ইসলাম দীর্ঘদিন ধরে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়ে আসছিলেন। সর্বশেষ মহনবীকে (সাঃ) কটুক্তি করে তার ফেসবুক আইডি থেকে পোস্ট দেয়। এটা স্থানীয়দের নজরে আসলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সোমবার বিকেলে স্থানীয় শফিকুল ইসলাম, ইউপি সদস্য মজিবর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি ক্বারী মেরাজ মিয়াসহ স্থানীয় লোকজন নবীনুর ইসলামের বসতবাড়ি থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনটি হস্তগত করেন। তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তিসহ বিভিন্ন ধর্মীয় অবমাননাকর পোস্ট দেখা যায়।
পরে নবীনুর ইসলামকে দেওহাটা এলাকার জনৈক আমিনুরের ইটভাটার কাছে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে দেওহাটা এলাকার শফিকুল ইসলাম মির্জাপুর থানায় মামলা করেন। একাউন্টিংয়ে মাস্টার্স করা নবীনুর ইচ্ছা করেই এসব পোস্ট দেয় বলে স্বীকার করেন এবং এ বিষয়ে এখন সে অনুতপ্ত বলেও জানান।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, ‘মহনবীকে (সাঃ) নিয়ে কটুক্তিকারী নবীনুর ইসলামকে মঙ্গলবার আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজাতে পাঠানো হয়েছে।’