আশুলিয়ায় কলেজ শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন
ঢাকার আশুলিয়ায় আব্দুল মান্নান ডিগ্রি কলেজের শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন করেছেন।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)
ঢাকার আশুলিয়ায় আব্দুল মান্নান ডিগ্রি কলেজের এক শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকায় এ মানববন্ধন হয়।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, গতকাল (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ভেতরে একটা কক্ষে বসেছিলেন সহকারী অধ্যাপক শাহ আলম স্যার। তাকে সাগর নামের এক ছেলের নেতৃত্বে কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজন তাকে টেনে বের করে নেয়। পরে কলেজ গেটের সামনে নিয়ে নানা শ্লোগান দেয় এবং তাকে লাঞ্চিত করে। পরে সেখান থেকে শাহ আলম স্যার পাশেই শিমুলিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। পরে সাগরসহ আরো কয়েকজন সেখানে গিয়ে তাকে (শাহ আলম) অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারার জন্য তেরে আসে। পরে তার সাথে থাকা কয়েকজন সাগরকে সেখান থেকে বের করে নিয়ে যায়।
শিক্ষকরা আরো বলেন, তারা যে অভিযোগ তুলে শাহ আলম স্যারকে লাঞ্চিত করেছে তার কোনো ভিত্তি নেই। কারণ, যারা নির্বাচনী পরীক্ষায় এক থেকে তিনটি বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা ফরম ফিলাপ করতে পারবে বলে ম্যানেজিং কমিটিতে সিদ্ধান্ত হয়। তবে এক্ষেত্রে অবশ্যই ওই শিক্ষার্থীর অভিভাবককে কলেজে এসে অঙ্গীকারনামা পূরণ করতে হবে। কিন্তু যারা ছাত্র না তারা কেনো কলেজে এসে একজন শিক্ষককে লাঞ্চিত করবে রাজনৈতিক পরিচয় দিয়ে। এর সুষ্ঠু বিচার চান বক্তারা।
শিক্ষকরা বলেন, সাগর নামের ছেলেটি এর আগে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ করত। কিন্তু ৫ আগস্টের পর খোলস পাল্টে এখন যুবদল পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। একজন শিক্ষককে প্রকাশ্যে লাঞ্চিত করেছে এবং তাকে নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে। শিক্ষরা কেন এধরণের লোকের কারণে স্বাধীনভাবে চলাচল করতে পারবে না। তারা এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মানববন্ধনে এসময় আব্দুল মান্নান ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
এর আগে বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে আব্দুল মান্নান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ আলমকে তার কক্ষ থেকে বের করে এনে লাঞ্চিত করে সাগর নামের এক যুবকসহ অজ্ঞাতনামা কয়েকজন।