বেলাবতে কাভার্ডভ্যানের ধাক্কায় আহত ২
আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

নরসিংদীর বেলাবতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রলির আরোহী দুই ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের পরিচয় জানা যায়নি।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল হক জানান, আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।