বেলাবতে কাভার্ডভ্যানের ধাক্কায় আহত ২

আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

বেলাব (নরসিংদী) সংবাদদাতা
বেলাব
বেলাবতে কাভার্ডভ্যানের ধাক্কায় আহত ২ | নয়া দিগন্ত

নরসিংদীর বেলাবতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রলির আরোহী দুই ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের পরিচয় জানা যায়নি।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল হক জানান, আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।