লংগদুতে ২০০ পরিবারের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় নগদ অর্থ প্রদানসহ মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

স্থান

রাঙ্গামাটি

লংগদু-সেনা
লংগদুতে ইফতার সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনীর সদস্যরা | নয়া দিগন্ত

লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটির অসহায় ও দরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় মাইনীমুখ আর্মি ক্যাম্পের জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া লংগদু সেনা মৈত্রী বিদ্যানিকেতন, দক্ষিণ রহমতপুর কেরাতুল মাদরাসা, নও মুসলিম আয়েশা বেগম ও মিলন মিয়াকে নগদ অর্থ প্রদানসহ মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ করেন।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই এক প্যাকেট, ছোলা এক কেজি, পোলাউয়ের চাল এক কেজি, ডাল এক কেজি, চিনি এক কেজি, খেজুর ২৫০ গ্রাম, সয়াবিন তেল এক লিটার।

এ সময় উপস্থিত ছিলেন, ওই জোনের উপ-অধিনায়ক হোসাইন মোহাম্মদ মারুফ, জোনের অ্যাডজুটেন্ট অনির্বাণসহ অন্যান্য অফিসাররা।

জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জাতীর কল্যাণে কাজ করে। আমাদের এ ধরণের মানবিক কাজগুলো সামনেও অব্যাহত থাকবে।