চন্দনাইশের দোহাজারীতে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩
এই ঘটনার পরপরই স্কুলের বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।

চন্দনাইশের দোহাজারীতে বাসচাপায় ভাইবোনসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ দোহাজারী পৌরসদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবম শ্রেণির ছাত্রী রেজভি আক্তার (১৬) ও তার ছোট ভাই সপ্তম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দিন আদিল (১২) ও রিকশাচালক রহুল আমিন (৪৫)। আর গুরুতর আহত নবম শ্রেণির ছাত্রী তুসিনকে (১৫) মুমুর্ষূ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ভাই-বোন ও আহত অন্যজন দোহাজারী এ রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এই ঘটনার পরই স্কুলের বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়। পরে যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচাল স্বাভাবিক হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দোহাজারী সদরে কোচিংয়ে যাওয়ার পথে চট্টগ্রামমুখী পুরবী নামের একটি বাস তাদের বহন করা রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভাই-বোন দু’জন নিহত হয়। আহত আরেক শিক্ষার্থীকে চমেক হাসপাতালে নেয়া হয়।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শুভরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।