শাহজাহান
কোরআনের শাসন ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়
‘কোরআনের আইন প্রতিষ্ঠা করা আমাদের ঈমানী দায়িত্ব। দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হবে। দেশকে আর কোনো দুর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না।’

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)
কোরআনের শাসন ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয় মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘স্বাধীনতার ৫৩ বছর ধরে মানুষের গড়া আদর্শের বিভিন্ন দলের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। দেশের মানুষকে তারা শান্তি দিতে পারেনি। কোরআনকে প্রতিষ্ঠা করবার জন্যই আল্লাহর রাসুল সা: দুনিয়াতে এসেছিলেন। কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখা জরুরি।’
তিনি বলেন, ‘কোরআনের আইন প্রতিষ্ঠা করা আমাদের ঈমানী দায়িত্ব। দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হবে। দেশকে আর কোনো দুর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না।’
বুধবার (১২ মার্চ) কোটবাজারের উত্তরে একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে উখিয়া উপজেলা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, ‘জামায়াত কোরআন-সুন্নাহরভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি-দুঃশাসনমুক্ত করার লক্ষ্যে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে, যারা আল্লাহকে ভয় পায়। সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।’
অনুষ্ঠানে উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও থানা সক্রেটারি সোলতান আহমেদ ও আব্দুর রহিমের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হোছাইন ছিদ্দিকী, ইসলামী আন্দোলনের উখিয়া উপজেলা সেক্রেটারি জাহাঙ্গির কবির, টেকনাফ উপজেলা জামায়াতের আমির রফিক উল্লাহ, রাজাপালং ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ এ কে এম আবুল হাসান আলী, মাওলানা রিদুয়ানুল কাদির প্রমুখ।
ইফতার মাহফিলে বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা, সাংবাদিক, আলেম, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।