সাঁথিয়ায় যুবলীগ নেতাকে হত্যা করল আওয়ামী লীগ কর্মীরা : গ্রেফতার ২
পাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী যুবলীগ নেতা আমিরুল মাস্টারকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের কর্মীরা।

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী যুবলীগ নেতা আমিরুল মাস্টারকে (৪২) কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের কর্মীরা।
সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামানিকের ছেলে। তিনি সাঁথিয়া উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহতের ভাই আশরাফ আলী ও পুলিশ জানায়, ক্ষেতুপাড়া এলাকার আওয়ামী লীগের কর্মী খালেক, ইমু ও মিঠুর সাথে নিহত আমিরুলের পূর্ব বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে রাতে নিহত আমিরুলের বড় ভাই আশরাফকে মারপিট করে অভিযুক্তরা। খবর পেয়ে আমিরুল ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে সিএনজিতে তুলে নিয়ে কিছুদূরে গিয়ে রাস্তার পাশে আমিরুলকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে চলে যায়। এ সময় আমিরুলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রেফতাররা হলেন- ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান ইমু (৩০) আবু সাইদ ওরফে চাঁদের ছেলে শিবলী সাদিক মিঠুন (২৭)।
গৌরিগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কামরুল ইসলাম মেম্বারের বাড়ি থেকে আনুমানিক রাত আড়াইটার দিকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘এই হত্যার ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এতে আব্দুল বাসেদ বাদী হয়ে ১০ জনের নামে মামলা করেছেন।’