ডুমুরিয়ায় ভ্যান চালকের হাত পা বাঁধা লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়ায় হাত পা বাঁধা অবস্থায় মইদুল ইসলাম নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনার ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি গ্রামের একটি বাগান থেকে হাত পা বাঁধা অবস্থায় মইদুল ইসলাম (৩৯) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টার পরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মইদুল ইসলাম উপজেলার কাঞ্চনপুর গ্রামের ওমর আলী শেখের ছেলে।
এ নিয়ে গত এক সপ্তাহে ডুমুরিয়ায় দু’টি হত্যার ঘটনা ঘটেছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মইদুল বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। রাত ৮টার দিকে মইদুলের মোবাইলে তার স্ত্রী কল দিয়ে বন্ধ পায়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোবিন্দকাটি গ্রামের আইউব আলী গাজীর বাগানে স্থানীয়রা সুপারি গাছের সাথে বাঁধা লাশ দেখে থানা পুলিশকে জানায়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা মইদুলের ব্যাটারি চালিত ভ্যানটি ছিনতাই করে হত্যাকাণ্ড ঘটাতে পারে।
নিহতের ভাই মো: মনিরুজ্জামান বলেন, ‘ছয় ভাই বোনের মধ্যে মইদুল সবার বড় সে দীর্ঘদিন ভারতে ছিল। দু’বছর আগে বাড়ি আসে। বর্তমানে সে জীবিকার তাগিদে ভ্যান চালায়।’
এর আগে গত শনিবার সকালে চেঁচুড়ি গ্রামের জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যা করে হরি নদীতে লাশ ফেলে দেয় সন্ত্রাসীরা।
খবর পেয়ে খুলনা জেলার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মো: খায়রুল আনাম, জেলা ডিবি ও ডুমুরিয়া থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি ভ্যান ছিনতাইয়ের জন্যে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এর পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা সেটা তদন্তে বলা যাবে।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।