বোয়ালখালীতে বসত ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘর থেকে হিরন্ময় চৌধুরী (৫৬) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তার গলা কাটা লাশ উদ্ধার
বোয়ালখালীতে বসত ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার | নয়া দিগন্ত

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি বসতঘর থেকে হিরন্ময় চৌধুরী (৫৬) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত হিরন্ময় চৌধুরী জ্যৈষ্ঠপুরা গ্রামের মৃত সচীন্দ্র বিজয় চৌধুরীর ছেলে। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

জানা যায়, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা গ্রামে নিজ বসতঘরের শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় হিরন্ময় চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় নিজ হাতের লেখা চিরকুটও পাওয়া গেছে। তাতে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক গোলাম সরোয়ার বলেন, ‘খবর পেয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’