রংপুরে ট্রেনে কাটা বৃদ্ধের লাশ উদ্ধার
নিহত ওই বৃদ্ধ নগরীর উত্তর বাবু খাঁ এলাকার মরহুম ইফাজ উদ্দিনের ছেলে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুরে রেললাইন থেকে আব্দুস ছালাম (৭০) নামে এক বৃদ্ধের পা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের সরকার পাড়া গ্রামের আমতলী রেললাইনের ওপর থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহত ওই বৃদ্ধ নগরীর উত্তর বাবু খাঁ এলাকার মরহুম ইফাজ উদ্দিনের ছেলে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।