মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির দাফন সম্পন্ন, প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন
প্রথম নামাজে জানাজার শেষে প্রধান অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগ করে জনতা।

এক সপ্তাহ আগে ধর্ষণের শিকার হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটিকে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় মাগুরার ঐতিহ্যবাহী নোমানী ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মেয়েটির লাশ মাগুরা স্টেডিয়ামে পৌঁছায়।
তৃতীয় ছাত্রী মেয়েটির লাশবাহী গাড়ি শ্রীপুর উপজেলা জারিয়া গ্রামে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ে এলাকাবাসী। এসময় এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। এরপর সোনাইকুন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সোনাইকুন্ডি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে প্রথম নামাজে জানাজার শেষে প্রধান অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগ করে জনতা।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। আসামিরা শিশুটির বড় বোনের শ্বশুর মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের হিটু শেখ (৪২), দুলাভাই সজীব শেখ (২২), তার বড় ভাই রাতুল শেখ ও রাতুলের মা জায়েদা খাতুন এখন পুলিশ হেফাজতে।
উল্লেখ্য, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের আট বছর বয়সী ওই শিশু কয়েক দিন আগে আপন বোনের বাড়ি সদর উপজেলার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে আসে। আসার পর থেকেই বোনের শশুর লম্পট হিটু শেখের কুনজরে পড়ে শিশুটি। গত বৃহস্পতিবার রাতে শিশুটি ঘুমিয়ে থাকলে ভোররাতের কোনো এক সময় শিশুটির গলা চেপে ধর্ষণ করেন হিটু শেখ।