রমজানে ৫ লাখ রোজাদারের পাশে মাস্তুল ফাউন্ডেশন

সহায় ও নিম্ন আয়ের রোজাদারদের ইফতারের আনন্দ থেকে বঞ্চিত না করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকাসহ দেশের ৬৪টি জেলায় এবং গাজায় ইফতার বিতরণের কার্যক্রম চলছে। হাজারিবাগ বারইখালি এলাকায় অবস্থিত মাস্তুল মেহমানখানায় প্রতিদিন হাজারের বেশি সুবিধাবঞ্চিত মানুষ ইফতার গ্রহণ করছেন।

08..03.25
রমজানে ৫ লাখ রোজাদারের পাশে মাস্তুল ফাউন্ডেশন | সংগৃহীত

পবিত্র রমজান মাসে দেশের ৫ লাখ রোজাদারের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা করছে মাস্তুল ফাউন্ডেশন। এই বৃহৎ পরিসরের উদ্যোগে শুধুমাত্র দেশের বিভিন্ন স্থানে নয়, ফিলিস্তিনের গাজায়ও ইফতার পৌঁছে দেয়া হবে। পুরো রমজান মাসজুড়ে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে পাঁচ লাখ ইফতার প্যাকেট এবং ৫০ হাজার পরিবারকে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করবে প্রতিষ্ঠানটি।

মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও নিম্ন আয়ের রোজাদারদের ইফতারের আনন্দ থেকে বঞ্চিত না করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকাসহ দেশের ৬৪টি জেলায় এবং গাজায় ইফতার বিতরণের কার্যক্রম চলছে। হাজারিবাগ বারইখালি এলাকায় অবস্থিত মাস্তুল মেহমানখানায় প্রতিদিন হাজারের বেশি সুবিধাবঞ্চিত মানুষ ইফতার গ্রহণ করছেন।

এছাড়া, রাস্তায় চলাচলরত রোজাদার, যানজটে আটকে থাকা যাত্রীদের মধ্যেও ইফতার বিতরণ করা হচ্ছে। ঢাকা ও বিভিন্ন জেলার এতিমখানা, মাদরাসা এবং দরিদ্র পরিবারেও ৫০ হাজার ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে। মাস্তুল ফাউন্ডেশন ১০০০ দরিদ্র পরিবারকে যাকাতের মাধ্যমে স্বাবলম্বী করার পরিকল্পনাও হাতে নিয়েছে।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, ‘রমজানে রোজাদারদের ইফতার ও সেহরির ব্যবস্থা করা বিশেষ সওয়াবের কাজ। এই উদ্যোগের মাধ্যমে সমাজের সকল, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এবং গাজাবাসীদের পাশে দাঁড়াতে চায় তারা। তিনি সকলের কাছে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের নিজস্ব স্কুল, মাদরাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রম রয়েছে। এছাড়াও, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রজেক্ট স্কুল, সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল রোগীদের চিকিৎসা, হুইলচেয়ার ও কৃত্রিম পা সরবরাহ এবং সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। করোনাকাল থেকে তারা দাফন-কাফন সেবাও দিয়ে আসছে। মাস্তুল মেহমানখানার মাধ্যমে প্রতিদিন শতাধিক নিম্ন আয়ের মানুষের একবেলা খাবারের ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তি

বিষয়সমূহ