বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত
নিহত দু’জন হলেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন ও তাদের তিন বছর বয়সী মেয়ে রাহিয়া খাতুন।

বগুড়া অফিস
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন ও তাদের তিন বছর বয়সী মেয়ে রাহিয়া খাতুন।
বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, রোকসানা তার তিন বছর বয়সী মেয়ে রাহিয়াকে নিয়ে জিয়ানগরের জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তারা কাহালুর বাড়ির দিকে ফেরার জন্য অটোভ্যানে রওনা হন। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক পেছন থেকে ভ্যানে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভীনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেন। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি।