নারীদেরকে উত্যক্ত করার অভিযোগে সাভারে যুবক আটক
নারীদের উত্যক্ত করার অভিযোগে সাভার থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

সাভার (ঢাকা) সংবাদদাতা
নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করার অভিযোগে সাভারের আমিন বাজার থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকেলে সাভারের আমিন বাজার থেকে যুবককে আটক করা হয়।
আটক যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান।
এ বিষয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহীনুর কবীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারীদের উত্যক্ত করা এবং নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধির চেষ্টার অপরাধে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে আটক করা হয়েছে। আমিনবাজারের মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি টিকটক করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নারীদের হেয় প্রতিপন্ন করেছেন। তার এ ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ তৈরী হয়েছে এই অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।