বড়াইগ্রামে নসিমন ও ভটভটির সংঘর্ষে নিহত ১
নাটোরের বড়াইগ্রামে নছিমন ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে নছিমন ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) উপজেলার চন্ডিপুর মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় বনপাড়া-লালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল জেলার লালপুর উপজেলার হাগড়াগাড়ী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
এ ঘটনায় একই এলাকার মরহুম মানিক হোসেনের ছেলে শাকুর আলী (২৭) নামে একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া অভিমুখী মেঘনা গ্রুপের ডিলারশিপের পণ্যবাহী ভটভটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মেঘনা গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুবেল হোসেন ও শাকুর আলী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে এবং পরে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে রুবেলের মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দু’টি জব্দ করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।