বাউফলের চরাঞ্চলে তরমুজ চাষিদের নিরাপত্তায় সেনাবাহিনী

বাউফলের নদী ঘেরা চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চলে তরমুজ চাষিদের নিরাপত্তা দিতে চালু হয়েছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল।

555
চন্দ্রদ্বীপ ইউনিয়নে মেজর সামিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম | নয়া দিগন্ত

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর বাউফলের নদী ঘেরা চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চলে তরমুজ চাষিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চালু হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ টহল অভিযান চলবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বাউফল সেনাক্যাম্পের ইনচার্জ মেজর সামিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চন্দ্রদ্বীপ ইউনিয়নে গিয়ে তরমুজ চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সেনাবাহিনীর ওই টহলটিম চন্দ্রদ্বীপ ইউনিয়ন খানকা মসজিদ এলাকায় তরমুজ চাষি ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করে তরমুজ রক্ষায় তাদেরকে সবধরণের সহযোগিতার ঘোষণা দিয়েছে।

তরমুজ চাষিরা সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্মের শিকার হলে তাদের মোবাইল নম্বরে কল দিয়ে অবহিত করার জন্য বলা হয়েছে।

জানা গেছে, উপজেলা চন্দ্রদ্বিপ ইউনিয়নে এ বছর প্রচুর পরিমাণ তরমুজের চাষ করা হয়েছে। কিন্তু স্থানীয় রাজনৈতিক দলের অসাধু নেতাকর্মীরা প্রভাব বিস্তারে ওই সমস্ত চাষিদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে।

চাঁদার টাকা না দিলে তারা ক্ষেত থেকে তরমুজ লুট করে নিয়ে যায়।

সম্প্রতি চাঁদা না দেয়ায় নাজিরপুর ইউনিয়নের এক বিএনপি নেতার ছেলের নেতৃত্বে এক চাষির ট্রলার বোঝাই তরমুজ লুট করা হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে তরমুজ চাষিদের নিরাপত্তায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।