ফেনীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উন্মুক্ত বিভাগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে অনুর্ধ্ব পঞ্চম শ্রেণি পর্যন্ত ক গ্রুপ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ, নবম থেকে একাদশ পর্যন্ত গ গ্রুপ, উম্মুক্ত ঘ গ্রুপে ১৪৯ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়।

feni
ছবি : নয়া দিগন্ত

ফেনী অফিস

ফেনীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে তৃতীয়বারের মতো সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে দৈনিক ফেনীর সময়। শিশু কিশোরদের সুললিত কণ্ঠে ক্বেরাত, আজান ও হামদ-নাত পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমী ইসলামিক আবহে পরিণত হয়।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান।

নয়া দিগন্ত ফেনী অফিসের স্টাফ রিপোর্টার ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সংগঠক শাহ ওয়ালী উল্যাহ মানিক।

দৈনিক ফেনীর সময়ের মাল্টিমিডিয়া প্রতিনিধি আরিফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুপুরে প্রধান অতিথি থেকে বাছাই পর্বে উত্তীর্ণদের ইয়েস কার্ড প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জোবায়ের বিন ওবায়েদ।

প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উন্মুক্ত বিভাগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে অনুর্ধ্ব পঞ্চম শ্রেণি পর্যন্ত ক গ্রুপ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ, নবম থেকে একাদশ পর্যন্ত গ গ্রুপ, উম্মুক্ত ঘ গ্রুপে ১৪৯ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে একই ভেন্যুতে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার ও সনদপত্র দেয়া হবে।