ছারছীনার তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

11111111111111
শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের গেট | সংগৃহীত

বরিশাল ব্যুরো

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) মাগরিবের পরে জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মাধ্যমে মাহফিল শুরু হয়।

তিনদিনব্যাপী এ মাহফিলের আখেরি মুনাজাত আগামী ১৪ মার্চ (শুক্রবার) বাদ জুমা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে সেখানে দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবিহ অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরিব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। মাহফিলে ছেলছেলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করবেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা আলহাজ্ব ড. সৈয়দ মুহা: শরাফত আলী বলেন, ‘মাহফিলে অংশগ্রহণের জন্যে মেহমানরা ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক, ট্রলারসহ মাহফিলে এসেছেন। মাহফিলের সফলতা কামনার পাশাপাশি পীরভাই, মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলমানদেরকে মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।’

আমাদের নেছারাবাদ সংবাদদাতা সরেজমিন পরিদর্শন করে জানান- ইতোমধ্যে মাহফিলের ময়দানে হাজার হাজার মানুষ পৌঁছেছেন। সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী ক্যাম্প স্থাপন করে (পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী)-এর সদস্যগণ নিয়োজিত রয়েছেন।

এছাড়াও ফায়ার সার্ভিস, হারানো মালের বুথ, সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণের জন্য বুথ নির্মাণ করা হয়। অস্থায়ী মোবাইল টাওয়ার, অস্থায়ী হোটেল, গাড়ি পার্কিং, অজু-গোসল ও বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।