গাংনীতে বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১
সংঘর্ষে এক পক্ষে রয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা ও অপরপক্ষে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি।

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বড়বাজার বাসস্ট্যান্ড চত্ত্বরে সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আব্দুল আলিম (৩৫) নামের এক ফল ব্যবসায়ীর অবস্থা গুরুতর হওয়ার তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১০ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে এক পক্ষে রয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা ও অপরপক্ষে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি।
স্থানীয়রা জানান, যুবদল নেতা মনিরুজ্জামান মনির নেতৃত্বে আহত আহত আব্দুল আলিম বাজারের সরকারি জায়গায় একটি দোকান বসাতে যান। এসময় বিএনপি নেতা মকবুল হোসেন মেঘলার লোকজন বাধা দেন। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা মনিরুজ্জামান মনির বিরুদ্ধে বাজার কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ডেকেছে।
এ ঘটনায় গাংনী উপজেলা শহরে উত্তেজনা বিরাজ করছে।