জামালপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে জামায়াতের ইফতার

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্মানে জামালপুর জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

2
জামালপুরে ইফতার মাহফিলে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী | নয়া দিগন্ত

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্মানে জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) শহরের জামালপুর-শেরপুর বাইপাস সড়ক সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ ইফতারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী (পরিচালক ময়মনসিংহ অঞ্চল)।

জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়ালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল।

এছাড়াও জেলা জামায়াত, ছাত্রশিবিরসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বক্তব্যে ড. ছামিউল হক ফারুকী বলেন, ‘দীর্ঘ প্রায় ১৭ বছর এদেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের পতনের পর পবিত্র রমজান মাসে প্রাকাশ্যে ইফতার মাহফিল করতে পেরে মহান আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে যারা জীবন উৎসর্গ করেছেন মহান আল্লাহ তাদের যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আর যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন পঙ্গুত্ববরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ভারতে পলায়ন করেছে। কিন্তু দেশকে এখনো অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে।

তাই দীর্ঘ ১৭ বছর যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমরা একসাথে রাজপথে আন্দোলন করেছি।’

আমাদের ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তাই ইসলামের পতাকা তলে এক হয়ে ইসলামের আইন কায়েম করার আহ্বান জানান এই নেতা।

তিনি আরো বলেন, ‘ইসলাম শুধু মুসলিমদের জন্য নয়। ইসলাম সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।’

ইফতার মাহফিলে সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সুধী সমাজ, রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।