নোয়াখালীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১
আটক জামসেদ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সূর্যমূখী গ্রামের কামরুল ইসলামের ছেলে।

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামসেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সূর্যমূখী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক জামসেদ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সূর্যমূখী গ্রামের কামরুল ইসলামের ছেলে। তার তিন সন্তান রয়েছে।
ভুক্তভোগী শিশুর মা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মেয়েকে বাড়ির পাশে জমি থেকে ছাগল আনতে পাঠান। তিনি পার্শ্ববর্তী কলে পানি আনতে যান। পানি নিয়ে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। অনেক সময় পর মেয়েকে পাশের বাড়ির ঝোপ থেকে বের হতে দেখেন। তখন দৌড়ে মেয়ের কাছে গিয়ে দেখেন মেয়ে কান্না করতেছে। তার পরনের পায়জামা ভেজা ও এলোমেলো। পেছনে পেছনে জামসেদ ঝোপ থেকে বের হচ্ছে। তখন মেয়ের মা জামসেদকে জিজ্ঞাসা করলে সে বাকবিতণ্ডা শুরু করে। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলে জামসেদ তাকে জোর করে ঝোপের মধ্যে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। সে কান্না কাটি করায় তাকে মারধর করে এবং ভয় দেখায়।
এ ঘটনাটি অভিযুক্ত জামসেদের স্বজনদের জানালে তারা ভুক্তভোগী শিশুর স্বজনদের মারধর করেন। পরে তারা থানায় এসে অভিযোগ করেন।
এদিকে সন্ধ্যার পর শিশুটি ও তার মায়ের সাথে কথা বলেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি সাথে সাথে পুলিশ টিম পাঠিয়ে ঘণ্টা খানেকের মধ্যে অভিযুক্ত জামসেদকে আটক করেন।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা আসামিকে গ্রেফতার করি। তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেয়া হবে।’