এমবিবিএস-বিডিএস ছাড়া ডাক্তার না লেখার দাবিতে রংপুরে বিক্ষোভ
‘কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে যায়। সেখানে পরিচালকের কার্যালয় ঘেরাও করে একই দাবি জানায়। হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে।’

রংপুর ব্যুরো
এমবিবিএস-বিডিএস ছাড়া ডাক্তার না লেখা এবং ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি বাতিলসহ পাঁচ দফা দাবি না মানলে ক্লাসে না ফেরা এবং কাজে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে মেডিক্যাল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভের আগে সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে তারা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে যায়। সেখানে পরিচালকের কার্যালয় ঘেরাও করে একই দাবি জানায়। হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে। পরে মিছিল নিয়ে আবারো কলেজ ক্যাম্পাসে এসে অধ্যক্ষের রুম ঘেরাও করে একই দাবি জানায় শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য দেন রংপুর মেডিক্যাল কলেজের ইন্টারনেট ডা: মাহফুজুর রহমান, কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনেট চিকিৎসক ডাক্তার রাশিদ সাবাব নাফিস, আর্মি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্দ্রানী চিকিৎসক নাহিদ আল হাসান, প্রাইম মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সিগবাতুল হাসান প্রমুখ।
আন্দোলনকারী বলেন, ‘ম্যাটস শিক্ষার্থীরা এইচএসি পড়ে না। চার বছরের একটা ডিপ্লোমা করে। কিন্তু তারা ডাক্তার হতে চায়। এটি ঠিক নয়। ওদের কারণে চিকিৎসা ব্যবস্থা ধংস হয়ে যাচ্ছে। ভুল চিকিৎসা হচ্ছে। মেডিক্যালে শিক্ষার্থীরা পাঁচ বছর পড়ে ইন্টার্ন করে চিকিৎসক হয়, আর তারা শাহবাগে আন্দোলন করে চিকিৎসক হতে চায়। এটা অনৈতিক ও অযৗক্তিক।
আন্দোলনে রংপুর মেডিক্যাল কলেজ, কমিউনিটি মেডিক্যাল কলেজ, প্রাইম মেডিক্যাল কলেজ ও আর্মি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন। দানি না মানা পর্যন্ত ক্লাস বর্জন এবং কাজে যোগ না দেয়া অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
একই দাবিতে নগরীর সমী কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা। গেল ১৭ ফেব্রুয়ারি থেকে এই আন্দোলন অব্যাহত রেখেছে তারা।