কাউখালীতে পটকা মাছ খেয়ে এক শিশুর মৃত্যু
বাড়ির লোকজন মাছটি রান্না করে রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ২টার সময় বাড়ির অধিকাংশ লোক অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে পাঁচজনের বমি শুরু হলে তাদেরকে তাৎক্ষণিকভাবে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কামাল হোসেনের শিশুকন্যা ফাতেমার মৃত্যু হয়।

পিরোজপুরের কাউখালীতে বিষাক্ত পটকা মাছ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই পরিবারের চারজনকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত শিশু উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের গোরাখাল এলাকার হানিফ সরদারের জামাই সোহাগের শিশুকন্যা ফাতেমা (৫)।
অন্য চারজন হলেন সোহাগের স্ত্রী শিখা বেগম (২০), কামাল হোসেনের স্ত্রী সাবিনা বেগম (২৫), হানিফ সরদারের স্ত্রী আকলিমার বেগম (৫৩) ও হানিফ সরদারের মেয়ে সুমনা আক্তার (১৩)।
জানা গেছে, পেশায় জেলে সোহাগ প্রতিদিনের মতো বুধবার (১২ মার্চ) রাতে কচা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাদের জালে অন্যান্য মাছের সাথে আধা কেজি ওজনের একটি বিষাক্ত পটকা মাছ ধরা পড়ে। পরে তিনি সেটি তার শ্বশুর হানিফ সরদারের বাড়িতে নিয়ে এলে বাড়ির লোকজন মাছটি রান্না করে রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ২টার সময় বাড়ির অধিকাংশ লোক অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে পাঁচজনের বমি শুরু হলে তাদেরকে তাৎক্ষণিকভাবে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কামাল হোসেনের শিশুকন্যা ফাতেমার মৃত্যু হয়।
এছাড়া শিখা বেগম, সাবিনা বেগম, আকলিমার বেগম ও সুমনা আক্তারের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে রাতেই তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইশতিয়াক আহমেদ জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য আমরা বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, রাতে বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়লে এর ভিতরে একটি শিশু মারা যায় অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।