দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চায় জামায়াত : শাহজাহান চৌধুরী

মহান আল্লাহ ব্যবসা-বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ব্যবসায় বরকত বেশি। প্রাচীনকাল থেকে ইসলামের নবী ও রাসুলরা ব্যবসায়ী ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সা. বলেছেন, 'সৎ ব্যবসায়ীদের হাশর হবে আমার সাথে।

চট্টগ্রাম ব্যুরো
দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চায় জামায়াত : শাহজাহান চৌধুরী
চট্টগ্রামের চকবাজার মতি কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী | ছবি - নয়া দিগন্ত

ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যবসার অবারিত সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসায়ীবান্ধব রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, ‘মহান আল্লাহ ব্যবসা-বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ব্যবসায় বরকত বেশি। প্রাচীনকাল থেকে ইসলামের নবী ও রাসুলরা ব্যবসায়ী ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সা. বলেছেন, 'সৎ ব্যবসায়ীদের হাশর হবে আমার সাথে।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র চকবাজার মতি কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন কমিটির সভাপতি হাফেজ মাওলানা নুরুল আবচার ও সেক্রেটারি মোহাম্মদ শাহেদসহ কমিটির অন্যরা শপথ নিয়েছেন।

শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদেরকে নানাভাবে সঙ্কটে ফেলা হয়। ব্যবসায়ীদের নিরাপত্তার ঘাটতি এবং সুযোগ-সুবিধার কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়। জামায়াতে ইসলামী চায়, আমার দেশের ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করুক। এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসুক। দেশে দারিদ্র্য দূরীকরণ হোক। ব্যবসায়ীরা উন্নতি করতে পারলে যাকাতের পরিধি আরো বাড়বে। এতে অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসবে।

প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির, চকবাজার থানা জামায়াতের আমির আহমেদ খালেদুল আনোয়ার, চকবাজার ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আনোয়ার হোসেন ও বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী আরো বলেন, মাঠে ঘাটে চাঁদাবাজির কারণে অনেক সময় ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয়। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, চাঁদাবাজি বন্ধে স্থায়ী সমাধান বের করুন। ব্যবসায়ীরা যতটা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারবে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ততটা গতিশীল হবে।