গৌরীপুরে শিশু ধর্ষণ মামলায় আওয়ামী লীগের কর্মী গ্রেফতার
ময়মনসিংহের গৌরীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে মো: সিদ্দিক মিয়া (৬০) নামে আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মো: সাজ্জাতুল ইসলাম, গৌরীপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো: সিদ্দিক মিয়া (৬০) নামে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সিদ্দিক মিয়া মাওহা ইউনিয়নের কড়েহা লুনাপাড়া গ্রামের মরহুম আবদুর রশিদের ছেলে।
জানা যায়, অভিযুক্ত সিদ্দিক মিয়া স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবিযুক্ত টি শার্ট পরে তিনি চলাচল করেন। গ্রেফতারের সময়ও তার দলীয় টি শার্ট পরিহিত ছিলো।
পুলিশ জানায়, গ্রেফতার সিদ্দিক মিয়া মাওহা ইউনিয়নের কড়েহা লুনাপাড়া গ্রামের মরহুম আবদুর রশিদের ছেলে। প্রতিবেশী চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজ বুধবার দুপুরে সিদ্দিক মিয়ার বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা হয়। নির্যাতনের শিকার শিশুর বাবা মামলাটি করেছেন। দুপুর ২ টা ৫ মিনিটে থানায় ধর্ষণের মামলাটি নথিভুক্ত হয়। গত বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার হয়ে শিশুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলো। আজ দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে শিশুটিকে বাড়িতে নেয়া হয়। এদিকে নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নূরুল হক হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নিয়েছেন এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
নির্যাতনের শিকার শিশুর মা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বাড়ির পাশে সিদ্দিক মিয়ার একটি মরিচ খেতে যায় চার বছর বয়সী শিশুটি। এ সময় আরো দু’টি শিশু ছিলো। মরিচ তুলতে দেখে তাদের দৌঁড়ানি দেয় সিদ্দিক মিয়া। ওই সময় দুই শিশু চলে গেলেও চার বছর বয়সী শিশুটিকে সিদ্দিক মিয়া ডেকে পাশের একটি খেতে নিয়ে ধর্ষণ করে। এতে মেয়ে অসুস্থ হলে রোববার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাজহারুল আনোয়ার বলেন, ‘শিশুকে ধর্ষণের অভিযোগে আজ দুপুরে থানায় মামলা হয়। অভিযুক্তকে নেত্রকোনা সদর থেকে গ্রেফতার করা হয়েছে। কাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।’