চট্টগ্রামের আনোয়ারায় ভাইয়ের হাতে ভাই খুন : আটক ৩

চট্টগ্রামের আনোয়ারায় বড় ভাইয়ের আঘাতে সালামত আলী (৫০) নামের ছোটো ভাই নিহত হওয়ার ঘটনায় আটক হয়েছেন তিনজন।

444
গ্রেফতার সাজিয়া বেগম (৪৮), মোহাম্মদ আলী (৫৮) ও আরাফাত ওরফে এরফান (১৯) | নয়া দিগন্ত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের রডের আঘাতে সালামত আলী (৫০) নামের ছোটো ভাই নিহত হওয়ার ঘটনায় মামলা করেছেন নিহতের স্ত্রী শামীমা আকতার।

বুধবার (১২ মার্চ) পাঁচজনকে আসামি করে এই মামলা করা হয়।

মামলার আসামিরা হলেন- নিহতের বড় ভাই মোহাম্মদ আলী (৫৮), সাজিয়া বেগম (৪৮), রুবেল (৩২), এমরান (২৮) ও আরাফাত (১৯)।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, এ ঘটনায় মোহাম্মদ আলী (৫৮), সাজিয়া বেগম (৪৮), আরাফাত ওরফে এরফানকে (১৯) গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।