চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করে।
স্থান
চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তি থেকে ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বিমান বন্দরে দায়িত্বরত কাস্টমস শুল্ক বিভাগ ও নিরাপত্তা সংস্থার সদস্যরা ইমিগ্রেশন পার হওয়ার সময় ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে।
আজ বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করে। খবর বাসস।
বিমান বন্দর শুল্ক বিভাগ জানায়, শাহিন আল মামুন নামে এক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক রুটে ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হাতব্যাগ ও প্যান্টের পকেট থেকে ৪০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বাজারমূল্য ৫০ লাখ টাকা।
শাহীন আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ বিষয়ে কাস্টমস ও নিরাপত্তা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক যাত্রী স্বর্ণালঙ্কারগুলো অবৈধভাবে বহন করছিলেন এবং শুল্ক ফাঁকি দেয়ার উদ্দেশেই এভাবে স্বর্ণ আনতে চেয়েছিলেন।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।