ভূরুঙ্গামারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

V
ভূরুঙ্গামারী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার | নয়া দিগন্ত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার দু’টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মামলা দু’টির এজাহার নামীয় আসামি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’