কালিগঞ্জে মোটরসাইকেল চুরির হিড়িক, আটক ১

সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনায় খলিলুর রহমান বাবু (৩৫) নামে এক চোরকে আটক করা হয়েছে।

স্থান

কালীগঞ্জ

Kali
আটক খলিলুর রহমান বাবু (৩৫) | নয়া দিগন্ত

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল চুরির হিড়িক লেগেছে। সম্প্রতি নিয়মিত চুরির ঘটনাকে কেন্দ্র করে হাতেনাতে এক চোরকে আটক করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।

আটক খলিলুর রহমান বাবু (৩৫) শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের জব্বার গাজীর ছেলে।

জানা যায়, কালিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ গত ১১মার্চ সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজার থেকে আব্দুর রহমান নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেলটি চুরি হয়। পরে সিসিটিভিতে মোটরসাইকেল চুরি করে পালানোর দৃশ্য দেখা গেলেও তাৎক্ষণিকভাবে চোর শনাক্ত করা সম্ভব হয়নি।

পরদিন বুধবার বেলা ১২টার দিকে উপজেলা সদরে অবস্থিত জনতা ব্যাংকের সামনে রাখা মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে আটক হয়েছেন বাঁশতলা বাজার থেকে মোটরসাইকেল চুরি করা খলিলুর রহমান বাবু (৩৫) নামে পেশাদার সেই চোর।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের দুলাল চন্দ্র মন্ডলের ছেলে প্রিয়ংকর মন্ডলের (৩৩) ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি জনতা ব্যাংকের সামনে রেখে ব্যাংকে যান। সেখান থেকে বের হয়ে দেখতে পান তার মোটরসাইকেলটি এক ব্যক্তি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করেন। এ সময় তার সাথে থাকা আরেক চোর পালিয়ে যায়। উত্তেজিত জনতার গণধোলাইয়ের এক পর্যায়ে সে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। বংশীপুর এলাকার মরহুম আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী (৪০) চুরি করার সময় সাথে ছিলেন বলে সে জানায়।

খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চোর আটকের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।