মুন্সীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলেকে গণধোলাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি

স্থান

মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলেকে গণধোলাই
গণধোলাইয়ের শিকার সুজন দাস | নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন দাস (৬০) নামে এক জেলেকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মণ পাইকসা গ্রামে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন সুজন দাস।

অভিযুক্ত সুজন দাস ভ্রাম্যমাণ জেলে ও গাইবান্দা জেলার বাসিন্দা। তিনি মাছ ধরার পাশাপাশি তাবিজ ও তান্ত্রিকতার ব্যবসা করেন।

ভুক্তভোগী শিশুটির মার অভিযোগ, চকোলেটের প্রলোভন দিয়ে বাসা থেকে তার মেয়েকে মাছ ধরা দেখতে নিয়ে যান জেলে। ওই সময় পুকুরপাড়ে মাছ ধরার ডেরায় ধর্ষণের চেষ্টা করলে দৌঁড়ে ছুটে আসে শিশুটি।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, আটক জেলের বিরুদ্ধে রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।