সাবেক কাউন্সিলর পপির মা হালিমা খাতুনের ইন্তেকাল

হালিমা খাতুন গোপালগঞ্জের দেবগ্রামের মরহুম এন এ জামান এর স্ত্রী। তারা রাজধানীর শান্তিনগরস্থ ২৮ চামেলিবাগের স্থায়ী বাসিন্দা।

স্থান

ঢাকা মহানগরী

Shok

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামান পপির মা হালিমা খাতুন (৮৬) গতকাল বুধবার (১২ মার্চ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হালিমা খাতুন গোপালগঞ্জের দেবগ্রামের মরহুম এন এ জামান এর স্ত্রী। তারা রাজধানীর শান্তিনগরস্থ ২৮ চামেলিবাগের স্থায়ী বাসিন্দা।

হালিমা খাতুন ১১ সন্তানের জননী ছিলেন। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে মুজতবা জামান পপি মায়ের রূহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।